প্রিন্ট এর তারিখঃ Sep 10, 2025 ইং || প্রকাশের তারিখঃ Apr 18, 2025 ইং
ভারতের সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় বাংলাদেশকে জড়ানোয় আইন উপদেষ্টার তীব্র প্রতিবাদ

বাংলার প্রতিচ্ছবি : সংশোধিত ওয়াকফ বিল পাস নিয়ে উত্তপ্ত এখন গোটা ভারত। মুসলমানদের বিরুদ্ধে মোদি সরকারের অধীনে পাস হওয়া এই আইনের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ চলাকালে মুসলিম-অধ্যুষিত মুর্শিদাবাদ জেলায় আগুন লাগানো, ইটপাটকেল নিক্ষেপ এবং সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে। আর এসব ঘটনার জন্য বাংলাদেশকে দায়ী করছেন সেদেশের অনেক মিডিয়া ও রাজনীতিবিদরা। এবার যার তীব্র প্রতিবাদ জানিয়েছে অন্তর্বর্তী সরকার।
সংখ্যালঘু মুসলিমদের ওপর হামলায় প্রতিবাদ জানানো ছাড়াও তাদের ‘পূর্ণ নিরাপত্তা’ নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে যা নিশ্চিত করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
আসিফ নজরুল তার ফেসবুক পোস্টে লিখেন, ‘পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় বাংলাদেশকে জড়ানোর ভারতের চেষ্টার তীব্র প্রতিবাদ জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। পাশাপাশি দেশটির সংখ্যালঘু মুসলিমদের ‘পূর্ণ নিরাপত্তা’ নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।’
গতকাল বৃহস্পতিবার বাসসকে দেওয়া প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের বক্তব্য ও অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থানও তুলে ধরেন আইন উপদেষ্টা।
যেখানে প্রেস সচিবকে কোড করে বলা হয়েছে, ‘মুর্শিদাবাদের সাম্প্রদায়িক সহিংসতায় বাংলাদেশকে জড়ানোর যেকোনো চেষ্টাকে আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করি।’
শফিকুল আলম বলেন, বাংলাদেশ সরকার মুসলিমদের ওপর হামলা এবং তাদের জানমালের নিরাপত্তাহানির ঘটনার নিন্দা জানায়। তিনি বলেন, ‘আমরা ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারকে সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীর পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার জন্য সব ধরনের পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাই।’
প্রসঙ্গত, ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহে মুসলিম-অধ্যুষিত মুর্শিদাবাদ জেলায় নতুন ওয়াক্ফ আইন নিয়ে প্রতিবাদ বিক্ষোভ চলাকালে সহিংসতা ছড়িয়ে পড়ে।
মালদহ, মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগনা ও হুগলি জেলায় এই বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এসব এলাকায় আগুন লাগানো, ইটপাটকেল নিক্ষেপ এবং রাস্তা অবরোধের ঘটনা ঘটে।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৮২২-৯৯০৮৮৮, ০১৬৩৩-৬০৭২৫৫
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি